logo

বিহার ভোটে অস্বাভাবিক সংখ্যা! কমিশনের তথ্যে ভয়ঙ্কর গরমিল, জালিয়াতির অভিযোগ তীব্র।

বিহারের বিধানসভা নির্বাচনের পর সবচেয়ে বড় কেলেঙ্কারি সামনে এল নির্বাচন কমিশনের নিজের নথিতে। ভোট শুরুর আগে কমিশন জানিয়েছিল মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি। কিন্তু ভোটদানের চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল ভোট দিয়েছেন ৭ কোটি ৪৫ লক্ষের বেশি মানুষ। অর্থাৎ তালিকাভুক্ত ভোটারের থেকেও প্রায় ৩ লক্ষ বেশি মানুষ ভোট দিয়েছেন! গণতন্ত্রে যা পুরোপুরি অসম্ভব। ভোটের আগের তালিকায় মহিলা ভোটার ছিল ৩,৪৯,৮২,৮২৮ জন, কিন্তু ভোট শেষে দেখানো হচ্ছে মহিলা ভোটদাতা ৩ কোটি ৫১ লক্ষের বেশি অর্থাৎ মাত্র এক মাসে মহিলা ভোটার বেড়ে গেল আরও ২ লক্ষের বেশি! কমিশন একদিকে বলছে ভোটদান হয়েছে ৬৬.৯১ শতাংশ, অথচ ভোটদাতার সংখ্যা দেখানো হচ্ছে মোট ভোটারের চেয়েও বেশি এই অঙ্ককে বিরোধীরা বলছেন ‘গণতান্ত্রিক ইতিহাসের ভয়ংকরতম গরমিল’। CPI(ML) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য প্রকাশিত দুই সরকারি বিজ্ঞপ্তি দেখিয়ে অভিযোগ তুলেছেন কমিশন নিজের তথ্য দিয়েই নিজের কারচুপি ফাঁস করেছে। আরজেডি ও কংগ্রেসের দাবি আরও সরাসরি ভুয়ো ভোটার ঢুকিয়ে এবং হিসেব ফুলিয়ে-ফাঁপিয়ে এনডিএ-কে জেতানোর কাজ করেছে বিজেপি-অনুগত কমিশন। পৃথিবীর কোনো দেশে ১০০ শতাংশের বেশি ভোটদানের ঘটনা নেই, কিন্তু বিহারের সংখ্যায় সেই অসম্ভবকেই সত্যি বলে দেখাচ্ছে কমিশন। সবচেয়ে বড় প্রশ্ন এত ভয়ংকর গরমিলের পরও নির্বাচন কমিশন নীরব কেন? কোথা থেকে এল অতিরিক্ত ভোটার? কীভাবে ভোটদাতা তালিকাভুক্ত ভোটারের চেয়েও বেশি হলো? কোনো ব্যাখ্যা নেই। বিরোধীদের অভিযোগ এটাই প্রমাণ যে বিহারের ভোট প্রক্রিয়া ছিল গণতন্ত্রের উৎসব নয়, বরং ভোটযন্ত্রের জালিয়াতির এক সুচিন্তিত খেলা।

11
784 views