logo

অল বেঙ্গল ড্রাইভার মহা সংঘ ব্রিগেট কলকাতা

অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ ডাক দিয়েছে আগামী পাঁচই ডিসেম্বর কলকাতা রাজপথে ব্রিগেড মাঠে ১৭ টা দাবি তাদের সতেরো টা দাবি ১৭ দফা দাবি নিয়ে কলকাতা রাজপথে নামছেন আগামী পাঁচই ডিসেম্বর নবান্ন যাবেন অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ রাজ্য সভাপতি বনমালী দাস টুড ু আরো উপস্থিত থাকছেন সহ-সভাপতি গনেশ বাবু সহসম্পাদক গোবিন্দ দাস এমার্জেন্সির ভানু প্রতাপ সিং প্রদীপবাবু জেলা এডমিন সন্তোষ অধিকারী আরো অন্যান্য ড্রাইভার ভাই বন্ধুরা তিনাদের একটাই স্লোগান চলো চলো, কলকাতা চলো ১৭ দফা দাবি চলো কলকাতা রাজপথে তার জন্য অনেকেই অসুবিধা হবে এটা ড্রাইভারদের সম্মান সুরক্ষা ফিরে পাওয়ার জন্য অল বেঙ্গল ড্রাইভার মহা সংঘ ডাক দিয়েছে কলকাতা চলো নবান্ন চলো

0
8 views