logo

চিরনবীন এর বিশেষ চাহিদা সম্পন্ন মেয়রা জাতীয় ফুটবলে অংশ নিচ্ছে,,,,চিরনবীন এর বিশেষ চাহিদা সম্পন্ন মেয়রা জাতীয় ফুটবলে অংশ নিচ্ছে,,,, বাবু হক,,,, হাও

হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের কাশমলি জিপি র পারবাক্সিতে অবস্হিত রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন এর আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা দীর্ঘ অনুশীলন করে চলেছে বলে জানান হোমের সুপার শ্রাবন্তী সিনহা আমাদের প্রতিনিধিকে |
এলাকায় গিয়ে দেখা গেল অপরিসীম উৎসাহ,উদ্দীপনা ও উন্মাদনার সৃষ্টি হয়েছে, সমাজের মূল স্রোতে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সাধারণ সম্পাদক তন্ময় সাউ। হোমের মাঠে দীর্ঘ অনুশীলন করাতে আসেন স্পেশাল অলিম্পিক ভারত পশ্চিমবঙ্গের বিশিষ্ট প্রশিক্ষক তমাল চ্যাট্টাজী, এছাড়াও চিরনবীন এর কর্মী ও কোচ সোমা শ্রী জানা ও শ্রীমা বেরা সাউ। এবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়ন সিপ ফুটবল খেলা সিনিয়র, জুনিয়র,সাব জুনিয়র এর মধ্যে অনুষ্ঠিত হবে সারা ভারতের প্রায় তিন শত জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েরা অংশ গ্রহণ করতে চলেছে বলে জানান এরিয়া ডিরেক্টর অশোক চাকি। স্মরনীয় খেলা অনুষ্ঠিত হবে সতেরো থেকে একুশে নভেম্বর। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন চিরনবীনের চর জন বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে তাঁরা হলেন কুসুম মিস্ত্রী,হেনা আফসনা, প্রিয়াঙ্কা বিশ্বাস,রেখা মুখি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন চিরনবীন এর মেয়েরা,রমা আদিকারী র পরিচালনায় দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করতে চলেছে বলে জানান সমাজকর্মী ও পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা। চিরনবীন এর কর্মদ্যোগকে সাধুবাদ জানান ও সাফল্য কামনা করেন সমাজের বহু বিশিষ্ট জনেরা তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায়, ঘনশ্যাম চক খানকাহ পাক কুল মোশায় খানে তরীকতের জুমলা পীরের আস্তানার সেবা দাতা আম্বিয়া বেগম, সমাজকর্মী সেখ মেহবুব হোসেন ও হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার সেখ নিসার হোসেন আব্দুল আহাদ লাইট বাবু সহ আরো অনেকে। এলাকার চার বারের প্রাক্তন বিধায়ক ও আদর্শ শিক্ষক আসিত বরণ মিত্র বলেন এর আগেও কয়েক বছর ধরে চিরনবীন এর আবাসিক হোমের মেয়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধূলার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের, পশ্চিমবঙ্গ র ও চিরনবীন এর মান মর্যাদা রক্ষা,সুনাম অর্জন করেছে,সোনা, রূপা ও ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে, এদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কমনা করেন।

11
326 views