logo

বহু প্রতীক্ষিত শিয়ালদহ তথা শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা রেল চালু হলো

একদা বাসের মতন ন্যারোগ্রেজ রেলপথ এঁকেবেঁকে এর বাড়ি উঠুন দিয়ে ওর বাড়ির উঠোন দিয়ে চালু ছিল শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত। সেই রেলপথ বেশ কিছু বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল ব্রডগেজ লাইন করার জন্য। শান্তিপুর থেকে কৃষ্ণনগর চালু হয়েছিল ইলেকট্রিফায়েড রেল। কিন্তু কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত লাইনের মধ্যে আমঘাটা পর্যন্ত রেলপথ তৈরি হলেও আমঘাটা থেকে নবদ্বীপ পর্যন্ত রেলপথের আইনি জটিলতার জন্য বন্ধ ছিল কাজ। কিন্তু এবার স্থানীয় মানুষের কথা উপেক্ষা করতে না পেরে অবশেষে প্রতীক্ষিত দিন এলো শনিবার ১৫ই নভেম্বর কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালু হল বলতে গেলে নব দিগন্ত এলো এই প্রতীক্ষীত রেললাইন। তবুও এই নবদ্বীপ বাসীদের আক্ষেপ রয়ে গেল এখনো পর্যন্ত নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল না শুরু হয় তবে প্রচন্ড উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেল কৃষ্ণনগর রামঘাটা রেল চলাচলে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিনের ব্রডগেজ লাইন চালু করার দাবি জানিয়ে আসছিলেন জনগণ। এক সময় ছোট রেল বা ন্যারোগ্রেজ চললেও প্রায় দেড় দশক আগে বন্ধ হয়ে যায়। কারণ ব্রডগেজ লাইন চালু করার জন্য। কিন্তু আম ঘাটা পর্যন্ত তৈরি হলেও আইনি জটিলতায় নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু করতে পারিনি লাইন।তবে স্থানীয় বাসিন্দাদের বহু আন্দোলনের ফলে শেষ পর্যন্ত ছোট ট্রেনের জায়গায় বড় ট্রেন হওয়ার স্বপ্নপূরণের ফলে আংশিকভাবে চালু হলো। শনিবার দুপুর বেলায় বারোটা নাগাদ চালু হলো আমঘাটা হল্ট স্টেশন থেকে কৃষ্ণনগরগামী রেল।
এদিন রেল আধিকারিকসহ সংসদ জগন্নাথ সরকার উপস্থিত ছিলেন। প্রতিদিন চার জোড়া লোকাল ট্রেন চলাচল করবে কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে। তবে দীর্ঘদিনের আশা প্রত্যাশা পূর্ণ হল আক্ষেপ রয়ে গেল বাকি নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পথের। তবে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন যে সাধারণ মানুষকে আপনারা যা চাইছেন আমরাও তাই চাইছি সকলে। তাই যত দ্রুততার সহিত নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালানো যায় আমরা সবাই সেই চেষ্টা করে যাচ্ছি। কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৌমেন অধিকারীর বক্তব্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই পথে ট্রেন চালু করার এতে কিছুটা হলেও আশার আলো দৃশ্যমান। আশা করছি, খুব দ্রুততার সঙ্গে নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে।

51
6075 views