logo

MSME INDUSTROES গুলি আজ কাজ ও পেমেন্টের জন্য বিপন্ন ! সরকারের উদাসিনতা ভারত নির্মাণের বিশ্বকর্মাদের প্রতি প্রকট !

দেশের সরকার ও MSME ইন্ডাস্ট্রিজ !!
"""""""""""""""""""""""🔧🔧 অনিল চৌধুরী !!

2010 থেকে 2025 দীর্ধ পনেরো বছর ভারতীয় ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং সেক্টর এর অবস্হা খুবই খারাপ চলছে দিন দিন আরো যত যাচ্ছে বাজারে কাজের পতন ঘটছে !! আমি এর আগে বহুবার আমরা যারা ব্যাবসা করে খাই আমাদের পরিণতির কথা লিখেছি !! বিষয় গুরুতর MSME সেক্টর হলো একটা পুকুরের ছোট ছোট মাছের মতো এখানে দিনের পর দিন বড় সেক্টর গুলি রাঘব বোয়াল মাছ হয়ে বিভিন্ন কাজ করিয়ে পেমেন্ট না দিয়ে আমাদের গিলে খাচ্ছে !! এখানে ভারত সরকার এই সব চিটিংবাজদের জন্য কোনও আইন কড়া ভাবে রাখে নি !! এছাড়া যদি কোনও ব্যাবসায়ী সরকারি ঘরে রেল, ডিফেন্স,জাহাজের কোনও যন্ত্রাংশের কাজ ধরে তাহলে তাদের কে ধনেপ্রাণে মেরে দিচ্ছেন সরকারি সংস্হার ইনসপেক্টর রাজ ও অফিসার !! ঘুষ খাওয়া ভারতবর্ষের প্রথা যার কোনও কঠোর আইন নেই !! ফলে সেই "টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস"!
2015 সাল আমার নিজস্ব কম্পানী কে ধ্বংসের মুখে নিয়ে আসে কেন্দ্র সরকারী ইন্সপেক্টর রাজ !! যা আমাকে ও আমার ইতিহাস কে মাটিতে ভূলুন্ঠিত করে জীবনের যন্তেরণা কতটা গভীরে তা প্রমাণ বড় কঠীন !! ব্যাবসা যখন উন্নতির শিখরে আসে একটু আলোর সন্ধান হয় তাদের ব্যাঙ্কগুলি যেখানে আমরাও ব্যাবসা কে বড় করার ভাবনায় ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকি ফলে পরিধি যখন স্তরের উপরে সেই সময় আংশিক ভাবে অর্ডার দাতাদের চেনা যায় না তারা নামী নামী অফিস বিল্ডিং সাজিয়ে ওঁত পেতে বসে থাকে ছোট ছোট কারখানা কারবারিদের গিলে খাওয়ার জন্য ! আর এই প্রতারণার ফাঁদে আমরাও পা দিয়ে কারবার ও পেটের তাগিদে ভিটে মাটি খুইয়ে বসি!!
শুধু এখানেই শেষ নয় ব্যাবসা করার ব্যাঙ্কর যে টাকা অর্ডার পিছু বিনিয়োগ করছি তা অর্ডার দাতারা টাকা পেমেন্ট না দেওয়াতে ব্যাঙ্কের কাছে তার প্রদেও লোনের টাকা পরিশোোধ সময় মতো না করতে পারায় একাধিক সংস্হা তার পরিশ্রমের সততা রেখেও নিজেরা ডিফল্টারে পরিণত হচ্ছি ও নরক যন্ত্রণায় জীবন কাটায় !! তথাপি ব্যাঙ্ক শুধু তাদের ইন্টারেস্ট বোঝে কিন্তু ইন্ডাস্ট্রিজ সম্পর্কে কোনও অফিসার তাদের দায় দায়িত্ব পালনে বিস্তর অনিহা পালন করেন !!
আমি আজ আবারও যা লিখছি তা প্রতিটি MSME ইউনিট গুলির মনের কথা,যেখানে পদে পদে বিপদ আমাদের মতো কাজ জানা কারবারিদের জীবনকে রোজ রোজ বিপন্ন করছি !! কঠিন পরিস্হিতির উপর আজ দাঁড়িয়ে দেশ !!
সরকার তাদের ট্যাক্স ও GST ছাড়া শোনেন না আমাদের যন্ত্রণা আর অভিযোগের কথা !! দিন পর দিন কাজের মার্কেট শেষ হচ্ছে যে টুকু কাজ করছি অর্ডার দাতারা কাজ করিয়ে লুঠ জমিদারি রাজত্ব চালাচ্ছে !! আর তাদের পর্দার আঢ়ালে মাথায় হাত রাখছেন বিভিন্ন সরকার !! আজকের সময় সারা দেশে রাজনৈতিক সংস্হা গুলি ব্যাবসায় পরিণত, সবাই ছুটছে যখন টাকা ও পদের লোভে সেখানে গোটা ভারতবর্ষে আত্মহননের পথ বেছে নিচ্ছেন ভারত নির্মাণের বিশ্বকর্মারা !! তাই মিডিয়া ও দেশের মাথাদের কাছে সবিনয় অনুরোধ একটু আমাদের কথা ভাবুন !! আমরা কারিগর খেটে খাওয়া মানুষ !! আমরা সরকারি ট্যাক্স দিই কিন্তু কোনও সরকারি পরিষেবা আমাদের জন্য নেই !! একটা আইন চাই আমরা যে সব সংস্হার কাজ করি তারা আমাদের হকের টাকা মেরে না পালাতে পারে !! আমরা যারা কাজ পাগল তাদের জন্য এটুকু সন্মান প্রাপ্তি ঘটুক সরকার আমাদের পাশে থাকুক !! MSME Industries গুলো কাজ করে নিজস্ব অধিকারে বাঁচুক !! কাজের জোয়ার আনুন !! দেশের ও দশের জন্য নতুন কিছু ভাবুন !!

13
2948 views