logo

নজিরবিহীন দায়বদ্ধতায় সামাজিক উদ্যোগ জন্মদিনে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা

Pingla Barta কুড়ি তম জন্মদিনের উপলক্ষে সমাজসেবী ঝুনু ঘোষের কন্যালাজোরিকার, আজ শুভ কর্মসূচি পালিত করা হয়, পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর তুঁতবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রীতিভোজন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ এই কর্মসূচি পালিত হয়, বিশেষ সহযোগিতা করেছেন অপরাজে এ স্বেচ্ছাসেবিক সংগঠনের সংস্থা, এই শুভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ মাঝি উদয় মাহাতো প্রসেনজিৎ কুণ্ডু, পলাশ ঘোষ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এই শুভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,

0
99 views