logo

দুর্গাপুর পুরোনিগমের বহিরাগত বিতর্কে রাস্তায় নামালো বাংলা পক্ষ

দুর্গাপুর পুরোনিগম প্রশাসক মন্ডলীতে পরিবর্ত আসে দুই সপ্তাহ আগে৷ অমিতাভ বন্দ্যোপাধ্যায় কে সরিয়ে ধর্মেন্দ্র যাদব নামে এক ব্যক্তিকে করা হয় ভাই চেয়ারম্যান৷ তারই প্রতিবাদে ডিএমসির সামনে বিক্ষোভ কর্মসূচি করে পশ্চিম বর্ধমান জেলা বাংলা পক্ষ৷ তাদের স্পষ্ট দাবি কোন বহিরাগত দের পদাধিকারী করা যাবে না এবং যে ব্যক্তিকে সরানো হয়েছে তাকে পুনর্বহাল করতে হবে৷
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় দপ্তর সম্পাদক পলাশ চ্যাটার্জি, জেলা কমিটির সদস্য ভাস্কর মুখোপাধ্যায়, এবং আরো অনেকে৷

43
2200 views