ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামানের মাটি, সুনামির আশঙ্কা! রবিবার বেলায় আতঙ্ক ছড়াল পর্যটকে ভরা এলাকায়
আন্দামানে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের মাত্রা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। আন্দামান সাগরের ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। তীব্র ভূমিকম্পের জেরে আরও একবার সুনামি আতঙ্ক ছড়ায় এলাকায়। এর আগে জুলাই মাসেও কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজ়েদ)-এর তরফে জানানো হয়েছিল, ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।