হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী পশ্চিম মেদিনীপুর গড়বেতা
Pingla Barta বিভিন্ন রাজ্যজুড়ে হাতির তাণ্ডব দেখা গেছে গ্রামবাসীরা গরবেতা কিছুদিন আগেই এই ঘটনা ঘটেছিল। অজানার জন্তুর পায়ের ছাপ, বিভিন্ন কারণে গ্রামবাসী আতঙ্কিত রয়েছে বলে জানা গেছে এরই পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ৮ নম্বর অঞ্চলের লক্ষণপুর গ্রামে, জানা গেছে শুক্রবার একদল হাতির দল ঢুকে পড়ে লোকালয়, স্থানীয় মানুষজন হয়ে হাতির দলটিকে জঙ্গল দিকে তাড়ানোর অনেক চেষ্টা করে এবং এরই পাশাপাশি গণতন্ত্রকে জানানো হয়েছে গোটা ঘটনাটি, অন্যদিকে বনদপ্তর তরফ থেকে গ্রামবাসীদের সাবধানে বসবাস করতে বলেছেন, বনদপ্তরে তরফ থেকে সব রকম ব্যবস্থা করছেন যাতে করে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে, এবং গ্রামের মানুষ এলাকার মানুষ ভালোভাবে বসবাস করতে পারে, এরই পাশাপাশি বনদপ্তরের তরফ থেকে ওই হাতিগুলোর ওপর নজরদারি চলছে বলে জানা যায়,