logo

হঠাৎই একটি ট্রেন বিকল হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড স্টেশনের কাছে

Pingla Barta হঠাৎই একটি ট্রেন বিকেল হয়ে পড়ে, যাত্রীবাহী  এই ট্রেনটি, অন্য একটি রেল ইঞ্জিন ঘটনাস্থলে এসে ওই যাত্রীবাহী ট্রেনটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়, প্রায় এক ঘণ্টার মতো রেল চলাচল বন্ধ ছিল, অনেক যাত্রির অসুবিধা হয়েছে, ঠিকমতো রেল চলাচল না করায়, অমনিতেই ট্রেনগুলো লেট করে আছে তার উপরে আবার এই ট্রেনটি হঠাৎ বিকল হয়ে যায়, এইরকম অবস্থায় রেল পক্ষ থেকে কিছু করা যায় না, নিরাপদ জায়গায় ঐ ট্রেনটিকে নিয়ে যাওয়ার পরেই আবার স্বাভাবিক হয় অন্য ট্রেনগুলো, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড টেশনের কাছে, জানা গেছে ওই ট্রেনটি খরগোপুর থেকে হা টিয়া স্টেশন যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে শনিবার,

2
47 views