logo

নদীয়ার ধুবুলিয়ায় রড দিয়ে মাথা ফাটিয়ে সোনার হার ছিনতাই

নদীয়ার ধুবুলিয়া থানার বিধান পল্লী এলাকায় লোহার রড দিয়ে স্বামীর মাথা ফাটিয়ে স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে গেলো দুষ্কৃতীরা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উদ্যেশ্য ছিল লুটপাট। এদিকে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকতেই বাড়ির লোকজনের ঘুম ভেঙ্গে যায়। দুই দুষ্কৃতীতে ধরতেই আসল মূর্তি ধরা পরে। শুক্রবার রাতে পিন্টু পাল নামে এক সরকারি কর্মীর বাড়িতে ঢোকে তিন দুষ্কৃতীরা একটি দল। বাড়ির ভিতরে ঢোকে গ্ৰীলের তালা ভেঙে। কিন্তু ঘরে ঢোকার আওয়াজেই ঘুম ভেঙ্গে যায় পিন্টু পালের।
এর পরেই পিন্টু পালের মাথায় এক দুষ্কৃতীরা হাতে থাকা রড দিয়ে বেশ কয়েকবার আঘাত করে।পিন্টু পাল রডের আঘাত সহ্য করতে না পেরে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়তেই তাঁর স্ত্রী সুতপা পালের গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। শনিবার ধুবুলিয়া থানায় এই ঘটনার অভিযোগ হলে পুলিশি তৎপরতায় তদন্ত শুরু হয়েছে দুষ্কৃতীরা সন্ধানে।

12
1471 views