West Bengal Nadia District Haringhata News Published Pranesh Tewari
নিখোঁজ বৃদ্ধার কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
সোমবার সকালে নদিয়ার হরিণঘাটার থানার ৪ নম্বর গেট সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার হয় নিখোঁজ হওয়া এক বৃদ্ধার কঙ্কালসার দেহ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
মৃত বৃদ্ধার নাম দুলারি মুর্মু। বয়স ৭০ বছর। মৃত বৃদ্ধার ছেলের দাবি, তাঁদের বাড়ি হরিণঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। কালীপুজোর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তাঁর মা। এদিন সকালে একটি কঙ্কালসার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এসে দেখি দেহটি মায়ের। কঙ্কালসার দেহ হলেও মাথা দেখে মাকে শনাক্ত করি। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিণঘাটা থানার মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে কিন্তু প্রশ্ন কিভাবে মৃত্যু হল তার ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনটাই জানা গেছে তার পরিবার এবং এলাকার সূত্রে!