logo

বস্ত্র বিতরণ সভা পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এ

Pingla Barta কোথায় আছিস জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সমাজসেবী আমাদের সমাজে বহু রকমের মানুষের পাশে গিয়ে সাহায্য করে থাকেন, সাধ্যমত সাহায্য করার জন্য সবাই এগিয়ে আছেন।, এরই পাশাপাশি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের রসকুন্ডু সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং পরিচালনায় এরই পাশাপাশি জানা গেছে গরবেতা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় সুমন্ত পাল সুমন্তবাবুর উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, গরিব দুস্থ প্রতিবন্ধীদের এবং বৃদ্ধা  বস্ত্র বিতরণ করলেন , চার দিন ধরে এই কর্মসূচি চলছে বলে জানা গেছে।, গরিবের আর কেউ না থাকুক তার সহায় সব সময় ঈশ্বর থাকেন অর্থাৎ সমাজসেবী হয়ে তাদেরকে কোন না কোন সাহায্যের হাত বাড়িয়ে দেন।, এই শুভ কর্মসূচি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিশ্বজিৎ সরকার শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা এছাড়া বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত থেকে এই বস্ত্র বিতরণ সভায় সবাই উপস্থিত থেকে কার্যটি সম্পূর্ণ করেন,


0
66 views