logo

মেধা পরীক্ষার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুরে

Pingla Barta =২  নভেম্বর রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের ডাব্চা নব কলা হাই স্কুলে মেধা অন্বেষণ এবং বড় পাড়া জুনিয়র হাই স্কুলের এছাড়া কেয়া পাইমারি স্কুলের মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয় দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণী মোট ৩৫০ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, এই অংশগ্রহণের পাশাপাশি উপস্থিত ছিলেন তনুশ্রী পাইন দিব্যেন্দু সিংহ রায় প্রসেনজিৎ কুণ্ড দীপক চৌধুরী ছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ,

0
12 views