logo

বাবা সুশান্ত পণ্ডিত। পেশায়- শিক্ষক। মা শতাব্দী মান্না পণ্ডিত। উনিও পেশায় স্কুল শিক্ষিকা। বাড়ি দাসপুর।গ্রাম- পুরুষোত্তমপুর।জেলা- পশ্চিম মেদিনীপুর

বাবা সুশান্ত পণ্ডিত। পেশায়- শিক্ষক। মা শতাব্দী মান্না পণ্ডিত। উনিও পেশায় স্কুল শিক্ষিকা। বাড়ি দাসপুর।গ্রাম- পুরুষোত্তমপুর।জেলা- পশ্চিম মেদিনীপুর।বর্তমানে কর্মসূত্রে Contai, পূর্ব মেদিনীপুর এর বাসিন্দা। একমাত্র পুত্র শ্রী ভিভান পণ্ডিত, যার বয়স মাত্র ৭ বছর। ও Academic & বিভিন্ন Extra curriculum activity তে অসামান্য প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড (INDIA BOOK OF RECORD) থেকে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যেমন - দাবা, যোগা, সাঁতার, ড্রয়ইং, ম্যাথ কুইজ, fastest math competition, দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, স্কুল স্টাডি ইত্যাদি তে সবমিলিয়ে ওর ট্রফি ও মেডেল সংখ্যা ৩৪। ওর এ কৃতিত্ব কে স্বীকৃতি দিয়ে India book of record ওকে মেডেল, সার্টিফিকেট, পেন, বুক ইত্যাদি পুরস্কার হিসাবে পাঠিয়েছে। যা সত্যি ই খুব গর্বের বিষয় আমাদের কাছে।

11
259 views