logo

১০০ কিমি ছাড়িয়ে যেতে পারে ঝড়ের গতি! ঠিক কোন উপকূলে কখন আছড়ে পড়বে ‘প্রবল ঘূর্ণিঝড়’?

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় দানা বাঁধছে। নিম্নচাপ আগেই তৈরি হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের মধ্যেই তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। শক্তি বাড়িয়ে তা পরিণত হতে পারে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’। মঙ্গলবার, ২৮ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রবল আকারেই ঘূর্ণিঝড় আছড়়ে পড়বে উপকূলে।এর জন্য একাধিক রাজ্যকে সতর্ক করা হয়েছে। সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গেও।


প্রবল ঘূর্ণিঝড় উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছোবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সেখানে মছিলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনমের মাঝের অংশ দিয়ে তা স্থলভাগে আছড়়ে পড়বে। সেই সময়ে ১০০ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে হাওয়ার গতি। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে অন্ধ্র উপকূলে হাওয়া বইতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে। দমকা হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার।

49
965 views