logo

আমি প্রতিবাদ করি



আমি প্রতিবাদ করি—
রক্তে ভেজা সেই রাতের,
যেখানে চিৎকার চাপা পড়ে
নিরবতার চাদরে।

আমি প্রতিবাদ করি—
ভাঙা চুড়ির শব্দে,
যেখানে স্বপ্নগুলো ছিন্নভিন্ন
অমানবিক স্পর্শে।

আমি প্রতিবাদ করি—
আইনের ঘুমন্ত চোখে,
যেখানে বিচার বিলম্বিত
আর অপরাধী হাসে।

আমি প্রতিবাদ করি—
মেয়েটির নিঃশ্বাসে,
যে আজও বাঁচে,
ভয় আর লজ্জার ছায়ায়।

আমি প্রতিবাদ করি—
তোমার, আমার, আমাদের হয়ে,
যাতে আর কেউ না হারায়
নিজের শরীর, নিজের মান।

0
0 views