পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
পশ্চিমবঙ্গের ইতিহাসিক জেলা মেদিনীপুর। যেখানে জন্ম নিয়েছেন ভারত বিখ্যাত অনেক গুণী মানুষ I এই জেলার একটি গ্রাম মানখণ্ড। যেটি ডেবরা থানার মধ্যে, লোয়াদা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। গত তিন বছরের অক্লান্ত পারিশ্রমে ও গ্রামের সকল মানুষের সহযোগিতায় বিরল ভাস্কর্য যুক্ত একটি মন্দির স্থাপিত হয়েছে l যার শুভ সূচনা হয় 18 ই অক্টোবর 2025. এই একই মন্দিরে ভক্তরা আলাদা আলাদা ভাবে পুজো দিতে পারবেন, মা শ্যামা কালী, শিব, মা দুর্গা,রাধা কৃষ্ণ, শনিদেব ও মা মানসার I সমগ্র পরিচালনার দায়িত্ব পালন করছেন :- মানখণ্ড যুব সঙ্ঘ ও গ্রামবাসী ।