logo

উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে হেনস্তার অভিযোগে গ্রেফতার ২

উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে হেনস্তার অভিযোগে গ্রেফতার ২

উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে হেনস্তার অভিযোগে গ্রেফতার ২। অভিযোগ, এক ট্রাফিক হোমগার্ড এবং তাঁর আত্মীদের হাতে 'নিগৃহীত' হন ওই মহিলা জুনিয়র ডাক্তার। সোমবার ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম শেখ বাবু ও শেখ হাসিবুর। শেখ বাবু উলবেরিয়া ট্রাফিক পুলিশের হোমগার্ড। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২১(১) ধারা (সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য স্বেচ্ছায় আঘাত), ১৩২ ধারা (সরকারি কর্মীকে তাঁর দায়িত্ব পালনের সময়ে আক্রমণ), ৭৯ ধারা (নারীর মর্যাদাহানি করে এমন শব্দের ব্যবহার, অঙ্গভঙ্গি বা আচরণ), ৩৫১(২) ধারা (হুমকি দেওয়া), ৩(৫) (একাধিক ব্যক্তির সাধারণ উদ্দেশ্য নিয়ে করা অপরাধ) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে হাওড়া জেলার (গ্রামীণ) পুলিশ সুপার সুবিমল পাল জানান, ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে খড়িয়া ময়নাপুরের লোহানগরের বাসিন্দা এক প্রসূতিকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসার জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের ওই হোমগার্ড। ওই প্রসূতিকে বিকেলে তাঁর বাড়ির লোকজন তাঁদের দেখতে আসেন। সঙ্গে ছিলেন আরও ১০-১২ জন। সেই সময়ে প্রসূতিকে হাসপাতালের অ্যান্টি-ন্যাটাল ওয়ার্ডে পরীক্ষা করছিলেন অভিযোগকারী ওই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। মহিলা চিকিৎসকের অভিযোগ, ওই প্রসূতিকে পরীক্ষা করার পরে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে চিকিৎসক পরিবারের লোকজনকে জানান সন্ধ্যা ৬টার পরে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলে একজন সিনিয়র চিকিৎসক প্রসূতিকে পরীক্ষা করবেন। অভিযোগকারী মহিলা চিকিৎসকের অভিযোগ, ‘ওই প্রসূতির আত্মীয়রা আমার কোনও কথা শোনেননি। উল্টে আমাকে হুমকি দিতে শুরু করেন।’ এর পরেই হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়। সেই অভিযোগের উপর ভিত্তি করেই শেখ বাবু এবং শেখ হাসিবুরকে গ্রেফতার করে পুলিশ। ওই মহিলা চিকিৎসকও উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারের উপর 'আক্রমণে'র প্রতিবাদে অভিযোগকারীর নিরাপত্তা এবং দোষীদের শাস্তির দাবিতে উলুবেড়িয়া আদালত চত্বরে মঙ্গলবার বিক্ষোভ দেখায় বিজেপি।

24
7882 views