logo

বাবাই সেন ও কন্যা আরশি সেনের সঙ্গে পরিবারের আনন্দময় দীপাবলি উদযাপন (Babai Sen )


Kolkata :- দীপাবলির আলোর উৎসবে উজ্জ্বল হয়ে উঠল বাবাই সেন ও তাঁর কন্যা আরশি সেন-এর ঘর। পরিবারের সঙ্গে একসঙ্গে কাটানো এই বিশেষ সন্ধ্যা ভরে উঠেছিল ভালোবাসা, আলো ও হাসির রঙে।

পুরো পরিবার মিলে প্রদীপ জ্বালিয়ে, ঘর সাজিয়ে এবং মিষ্টি বিলিয়ে উদযাপন করলেন আলোর উৎসব। বাবাই সেন জানান,

> “দীপাবলি মানে আলোয় নয়, মন আর পরিবারের ভালোবাসায় আলোকিত হওয়া। আরশির সঙ্গে এই দিনটা আমার কাছে খুবই বিশেষ।”



সোশ্যাল মিডিয়ায় তাঁদের দীপাবলির ছবি প্রকাশ পেতেই ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন।

এই আনন্দঘন রাতে যেন আবার মনে করিয়ে দিল —
দীপাবলি মানে পরিবারের উষ্ণতা, ভালোবাসা আর একতার আলোকছটা। ✨

0
890 views