তৃণমূলের শত্রু তৃণমূল’, কেষ্ট দিলেন ছাগলের ৩ নম্বর বাচ্চার উদাহরণও
তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনী হচ্ছে সব জায়গায়। তবে বীরভূমে যেন এই বিজয়া সম্মিলনী এক অন্য মাত্রা যোগ করেছে। কেন? কারণ, অনুব্রত-কাজল-শতাব্দী সব এক মঞ্চে। আর ভরা সভায় দাঁড়িয়ে মোটের উপর প্রত্যেকের একটাই বার্তা,একসঙ্গে চলতে হবে। দল না থাকলে কেউ কিছু নয়। তবে কি নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল মেটাতে ব্যস্ত নেতা-নেত্রীরা? এই প্রশ্নই যখন উঠছিল, সেই সময় আবার ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল বলেছেন, “তৃণমূলের শত্রু সিপিএম, বিজেপি,কংগ্রেস নয়। তৃণমূলের শত্রু তৃণমূল।”
একসময় ভোট এলে ‘খেলা’ দেখাতেন কেষ্ট। বিরোধীদের দেদার আক্রমণ শানাতেন। বাদ যেত না পুলিশ প্রশাসনের একাংশ। কখনও ‘চড়াম-চড়াম’ ঢাক বাজানোর কথা বলতেন, কখনও বা ‘গুড় বাতাসার’দাওয়াই দিতেন। সেই অনুব্রতই যখন বলেন, তৃণমূলের শত্রু তৃণমূল। সেই নিয়ে রাজনৈতিক জল্পনা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।