মোবাইল কেনার জন্য টাকা পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও
প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকল অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সঙ্গে চিঠি দিয়ে বৃহস্পতিবার শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী।
মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুষ্ঠু কাজ’ ও ‘উন্নততর পরিষেবা’র জন্যই এই ‘সহায়তা’। মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছার চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি।’ ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মমতার বার্তা, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি।’ রাজ্যের দাবি, ‘শিশু ও মাতৃকল্যাণ’-এর কাজে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ‘নতুন উদ্দীপনা’ জোগাবে।