logo

ঐক্যের সেবার আহ্বান বিশেষ দোওয়ার মজলিসে,,, পীর রফিকুল ইসলাম খাঁন

হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে ও পীরে কামেল শাহ্ সুফি হজরত আব্দুল হামিদ আলি খাঁন রঃ আঃ এর মাজার প্রাঙ্গণে আজকে বৃহস্পতিবার ষোল অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীদের অংশগ্রহণে বিশেষ দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয়। পীরের সিলসিলা মোতাবেক পরিচালিত হয় সাপ্তাহিক শিক্ষা ও দোওয়ার মজলিসে ধর্ম আলোচনা করেন পীর রফিকুল ইসলাম খাঁন পীরজাদা সহিদুল ইসলাম খাঁন প্রমুখ। উপস্থিত সকলকে তাবারুক ও শিন্নি দেওয়া হয় বলে জানান সভাপতি এম ডি মোক্তার আমাদের প্রতিনিধিকে। তেরো দিনের সফর শেষে দেশে ফিরেছেন পীর রফিকুল ইসলাম খাঁন,পীরজাদা সহিদুল ইসলাম খাঁন, এম ডি মোক্তার দরগা শরীফ কমিটির আয়োজনে আজকের মজলিসে ভক্তদের ঢল নামে। জাতীয় ঐক্য গড়ে তোলা ও সেবা কর্মের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান পীরজাদা আমীরুল ইসলাম খাঁন,পীরজাদা আবেদুল ইসলাম খাঁন।

1
702 views