logo

"মেরা যুব ভারত" সংস্থার উদ্যোগে দেশ জুড়ে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উজ্জাপনে ঐতিহাসিক কর্মসূচি"

ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশপঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধিনস্ত "মেরা যুব ভারত" সংস্থার মাধ্যমে দেশজুড়ে একটি ঐতিহাসিক ঐক্য পদযাত্রা আয়োজিত হতে চলেছে । ২০১৪ সালের ৩১ অক্টোবর থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি জাতীয় একতা দিবস হিসেবে উজ্জাপিত হওয়া শুরু হলেও এই বছর রাজ্য ও জাতীয় স্তরে দুটি পর্যায়ে আলাদা ভাবে ঐক্য পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে বলে ঘোষণা করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া । তিনি বলেন দেশের ঐক্য ও অখন্ডতা সুনিশ্চিত করতে ও তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে অবশ্যই আমাদের সর্দার প্যাটেলের চারিত্রিক দৃঢ়তা দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত । এই সংস্থার পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর অশোক সাহা বলেন সমগ্র রাজ্যের প্রতিটি জেলায় Sardar@150 উদযাপন করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অভিনব রিল প্রতিযোগিতা এবং প্রবন্ধ লেখার প্রতিযোগিতাকে অনুষ্ঠানের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে । এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জন সফল প্রতিযোগী সরাসরি জাতীয় পদযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন । এই সমস্ত নিবন্ধন এবং কার্যক্রম দেশজুড়ে MY Bharat পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে । আজকের প্রেসমিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । চন্দ্রচূড় বাবুর কথায় স্বাধীনতার প্রাক্কালে আমাদের দেশ প্রায় ৫৬৫ টি খন্ডে বিভক্ত ছিল, ফলে আজ আমরা গর্ব করে ভারত রাষ্ট্রের যে অখণ্ডতা ও সার্বভৌমত্বের কথা বলছি তার অস্তিত্বই থাকতো না যদিনা লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল এই দেশে আবির্ভূত হতেন । আজও আমাদের সমাজে যখন কেউ দেশপ্রেমকে নিয়ে বিদ্রুপ করে বা ভারতীয় সেনা জওয়ানদের বিরোধিতা করে "কিসের ভারত", "হমে চাহিয়ে আজাদী" বা "ভারত তেরে টুকরে হোঙ্গের" মত দেশ বিরোধী স্লোগান দেয় তখন বুঝতে হবে জিন্নাদের ডি.এন.এ. বহনকারী এইসব দেশের শত্রুরা আজও ঘুণপোকার মত দেশের ক্ষতি করে চলেছে । বিদেশি শত্রু রাষ্ট্রের কাছে আর্থিক ভাবে বিক্রি হয়ে যাওয়া এই দেশদ্রোহী সন্ত্রাসীদের প্রভাব থেকে তরুণ প্রজন্মকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত হতে হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সমাজসেবী যশবন্ত সিং বলেন মেরা যুব ভারত সংগঠনের সাথে যুক্ত ইউথ ক্লাব গুলোকে যতটা বেশি সম্ভব যুক্ত করে এই কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার উদ্যোগ আমাদের সবাইকে নিতে হবে । হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ সমগ্র দেশজুড়ে প্রচারের জন্য মেরা যুব ভারত সংস্থা যে অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমরা আন্তরিকভাবে কুর্নিশ জানাচ্ছি । আমাদের বিখ্যাত সামাজিক প্রতিষ্ঠান "সনাতন ভারত" এই সংস্থার সাথে যুক্ত, ফলে "মেরা যুব ভারত" এবং সনাতন ভারতের যৌথ উদ্যোগে এই রকম একাধিক ঐতিহাসিক কর্মসূচিতে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার রয়েছে । আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনামিকা মন্ডল হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং "মেরা যুব ভারত" সংস্থার পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর শ্রী অশোক সাহাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন ।

6
961 views