logo

কুখ্যাত ৪ দুষ্কৃতী গ্রেফতার রূপনারায়ণপুরে____________________

নিজেস্ব সংবাদাতা, ১১ অক্টোবর :
ক্রমাগত চুরিতে যখন রূপনারায়ণপুরবাসী অতিষ্ঠ তখন চারজন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করল পুলিশ। ১০ অক্টোবর গভীর রাতে এরা মালবহাল এলাকায় বড় কোনো দুষ্কর্ম ঘটানোর উদ্দেশ্যে একজোট হয়েছিল বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে। এরপরই অতর্কিতে সেখানে হানা দিয়ে গ্রেফতার করে নাসিম খান, রাজু ঠাকুর, রাহুল হাড়ি এবং বিশাল হাড়িকে। এদের বাড়ি রূপনারায়ণপুরেরই বিভিন্ন এলাকায়। বিশেষ করে দুই কুখ্যাত অপরাধীর বাড়ি ইয়ুথ ক্লাব সংলগ্ন শনি মন্দির এলাকা ও আশীর্বাদ লজের কাছাকাছি অঞ্চলে। এরা প্রাথমিকভাবে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সম্প্রতি রূপনারায়ণপুর এলাকায় একাধিক চুরির ঘটনায় এরা জড়িত ছিল। ‌ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দুটি ছুরি, সাবল ইত্যাদি উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে। নাসিম খান সহ অন্যরা এর আগেও একাধিক দুষ্কর্ম এলাকায় ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। ‌ রূপনারায়ণপুরের একটি বাড়িতে চুরি করার সময় নাসিম বেশ কিছু জামা প্যান্ট শাড়ি ইত্যাদি সরিয়েছে কিন্তু সেসব আসানসোলের একটি নির্দিষ্ট এলাকার দুষ্কৃতিদের কাছে পৌঁছে গেছে বলে সে জানিয়েছে। ‌ পুলিশ আজ ১১ অক্টোবর চারজনকে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছে। এলাকার বাইরের দুষ্কৃতীদের খোঁজে পুলিশ আসানসোলের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে হানা দেয় বলেও জানা গেছে।
এদিকে এলাকায় চুরি চামারি রুখতে পুলিশ অত্যন্ত সক্রিয় হয়েছে বলে জানিয়েছে। পৃথকভাবে ১২ টি দল তৈরি করে রাতভর এলাকায় পুলিশি টহল চলছে। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে তারা যেন বাড়ি বন্ধ থাকার কথা পুলিশকে অবশ্যই জানান, বাইরে গেলে বাড়িতে লোক রেখে যান, মূল রাস্তা থেকে যে সব গলি ঢুকেছে তাতে আলোর ব্যবস্থা করা, পাহারাদার বা যে কোন ব্যক্তির সম্বন্ধে কোনরকম সন্দেহজনক গতিবিধি সামনে এলে অবশ্যই পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। জনসাধারণ এবং পুলিশের যৌথ সহযোগিতায় যাবতীয় দুষ্কর্ম নির্মূল করতে পুলিশ প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানা গেছে।

4
270 views