logo

Saydul Hopue. President Kotamoni,(RMMS)

প্রেস বিবৃতি
Rashtriya Muslim Maha Sabha (RMMS), কটামণি আঞ্চলিক কমিটি

কটামণি আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আমি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহল থেকে প্রাপ্ত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আমি কখনো ভাবিনি যে, মানুষের কাছ থেকে এত গভীর ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারবো। আজ আপনাদের এই দৃঢ় বিশ্বাস আমাকে সত্যিই আপ্লুত করেছে। এই ভালোবাসাই আমার প্রেরণা, এই বিশ্বাসই আমার শক্তি।

আমি দৃঢ়ভাবে আশাবাদী, আপনাদের সহযোগিতা ও পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়েই আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবো এবং সমাজ ও সম্প্রদায়ের কল্যাণে একযোগে কাজ করে যাবো।

আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সাইদুল হক
প্রেসিডেন্ট (পুনর্নির্বাচিত)
কটামণি আঞ্চলিক কমিটি, RMMS

22
443 views