logo

জিরিবামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাত ও দোয়া মাহফিল

জিরিবামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাত ও দোয়া মাহফিল

জিরিবাম, মণিপুর:
ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে মণিপুর রাজ্য আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে জিরিবামের Mostorshah Alia Madrasa, লালপানি-তে এক নাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বরাক উপত্যকার বিভিন্ন নাতখাওয়ান অংশগ্রহণ করে রাসূলুল্লাহ ﷺ-এর শান ও গুণকীর্তন পরিবেশন করেন। বরাক ভ্যালির সম্মানিত আলেম-ওলামাগণ ইসলামী আলোচনার মাধ্যমে মুসলমানদের জীবনযাত্রায় সুন্নতের গুরুত্ব তুলে ধরেন।

শেষ মুনাজাতে ডুঙ্গনীপার-এর সাহেবজাদা যুবায়ের আহমেদ খান সাহেব দোয়া পরিচালনা করেন। এতে জিরিবাম ও মণিপুর রাজ্যের শান্তি, সম্প্রীতি ও ঐক্য কামনা করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল এবং মানবতার কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

Reported by Nur Hussain
Jiribam, Manipur
📧 Email: nuractivist@proton.me

1
973 views