logo

কদমতলাতে ক্রীড়ার উৎসবমুখর পরিবেশ - ফুটবল নক আউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

কদমতলাতে ক্রীড়ার উৎসবমুখর পরিবেশ - ফুটবল নক আউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে দেওয়ার বার্তা।

উত্তর ত্রিপুরার কদমতলা স্কুল মাঠে আজ এক উৎসবমুখর আবহে পর্দা উঠল বহু প্রতীক্ষিত “খেলো কদমতলা নক আউট ফুটবল টুর্নামেন্ট”-এর। এই মহতী আয়োজনের শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী টিংকু রায় মহাশয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয়া অপর্না নাথ মহাশয়া, বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ মহাশয় এবং জেলার পুলিশ সুপার অভিনাস রাই মহোদয়। বিভিন্ন বিশিষ্টজনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের বিপুল সমাগমে মাঠ পরিণত হয়েছিল এক উৎসবের মঞ্চে।

মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলার মধ্যেই রয়েছে সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলার আসল শক্তি।” তিনি আরও জানান, গ্রামীণ স্তরে এমন প্রতিযোগিতা যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক পথে এগিয়ে নেয়। জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ খেলাধুলায় মেয়েদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান, আর সমাজসেবী কাজল দাস তরুণদের মধ্যে খেলাধুলা ও শিক্ষার সমন্বয়ের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকরা জানান, টুর্নামেন্ট উপলক্ষে গোটা এলাকায় এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খেলার প্রথম দিন থেকেই মাঠ ভর্তি দর্শকের উচ্ছ্বাসে কদমতলার আকাশ মুখরিত হয়ে ওঠে।

📌 সর্বপরি এই নক আউট টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং সমাজ ও সংস্কৃতির মিলনমঞ্চ হয়ে উঠল। কদমতলার মতো সীমান্তবর্তী এলাকায় ক্রীড়াকে কেন্দ্র করে এমন ঐক্য ও আনন্দের পরিবেশ নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করল।

28
565 views