logo

সংবিধান বাঁচাও গণমঞ্চ এর কেন্দ্রীয় কমিটি গঠন।

📌 তারিখ : ২৪ আগস্ট ২০২৫, রবিবার
📍 ৩৩, শেক্সপিয়ার সরণী, কলকাতা

আজ #সংবিধান_বাঁচাও_গণমঞ্চ-এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ সাংগঠনিক সভা।
সভাটি সংগঠনের মাননীয় চেয়ারম্যান জাস্টিস ইনতাজ আলি শাহ-এর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

এই সভায় সংগঠনের কর্মসূচি ও সাংগঠনিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

🔹 গৃহীত সিদ্ধান্তসমূহ :
1️⃣ সংগঠন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ও অরাজনৈতিক ফোরাম হিসেবে কাজ করবে।
2️⃣ সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
3️⃣ প্রতিটি জেলায় একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
4️⃣ দ্রুত প্রতিটি জেলায় জেলা কমিটি গঠনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আইনজীবী আনিসুর রহমান সাহেব বললেন -

✊ আমাদের অঙ্গীকার :
👉 সংবিধান রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা!
🗣️ গ্রাম - শহর - জেলায় আমরা সংগঠিত হবো—
✊ #সংবিধান_বাঁচাও_গণমঞ্চ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।

17
898 views