পরপর তিনটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা মুক্তির পথে পরিচালনা করলেন বাবাই সেন।
“মিহিরা” আসছে সেপ্টেম্বর মাসে,
এর পর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি “সাবিত্রী”,
এবং তারপর দর্শকদের জন্য থাকছে সুন্দর প্রেমের গল্প “শিউলি”।
তিনটি ছবিই মুক্তি পাবে সর্বভারতীয় পরিসরে, হিন্দি এবং বাংলা— দুই ভাষাতেই, দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
এটি প্রথমবারের মতো একসঙ্গে তিনটি ভিন্নধর্মী সিনেমা দেশজুড়ে দর্শকদের সামনে আসছে।
অল ইন্ডিয়া মিডিয়া অ্যাসোসিয়েশন গর্বের সঙ্গে এই খবরটি জানাচ্ছে এবং প্রত্যাশা করছে দেশজুড়ে দর্শকদের বিপুল সাড়া।