logo

গ্ৰামীণ চিকিৎসকের যাবজ্জীবন সহধর্মিনীকে হত্যার দায়ে

নদীয়ার রানাঘাট ধানতলা থানার কুশুবেরিয়া পশ্চিমপাড়ার স্বামী নির্মল দত্ত তাঁর সহধর্মিণী সুচরিতা দত্তকে(২৬) গত বছর ১লা সেপ্টেম্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পুলিশ আদালতে জানুয়ারী প্রথম দিকেই আদালতে চার্জশিট দাখিল করেছিল। রানাঘাট ফাস্ট ট্রাক আদালতের বিচারক গৌতম কুমার নাগ এই গ্রামীন চিকিৎসককে যাবজ্জীবন কারাদন্ডের অদেশ দিলেন।
সূত্রের খবর পরিবারে আমাদের বিয়ে হয়েছিল। দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। নির্মল শাস্ত্রী চিকিৎসার কাজে যুক্ত ছিল অন্য রাজ্যে। সেখানেও দাম্পত্য কলহে স্ত্রীকে মাঝে মাঝেই শারীরিকভাবে নিগ্রহ করা হতো বলে অভিযোগ। বাড়িতে ফেরার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপরেই শ্রী শ্রীচরিতা বাপের বাড়ি থেকে কিছুটা দূরে ছেলেকে নিয়ে বাড়ি ভাড়া করেছিলেন। অপরদিকে রানাঘাট আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। পুলিশ সূত্রে ঘটনার দিন দুপুরে বাড়াবাড়িতে একাই ছিলেন স্ত্রী সুচরিতা, ছেলে মাঠে খেলা করছিল। নির্মল হঠাৎ ই একটি ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে স্ত্রীর ঘাড়ে ও মাথায় একাধিকবার কোপ মারে। আর এর সঙ্গে কেউ যাতে বাধা দিতে না পারে তার জন্য ভেতর থেকে তালা বন্ধ করে রেখেছিল ঘরের দরজা। হাড়ের পর আশপাশের ও বাপের বাড়ির লোকজন তালা ভেঙে ঘরে ঢুকতে গেলে পালিয়ে যায় গ্রামীণ চিকিৎসক গৌতম কুমার নাগ। মাত্র সাত মাসের মধ্যে সাজা ঘোষণা হয়েছে।

0
0 views