logo

মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বাংলাদেশী মহিলা আটক

মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বাংলাদেশী মহিলা আটক

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ শনিবার নয়োই আগস্ট এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রে জানা যায় নবগ্রাম থানার পুলিশ বিশেষ ডিউটির সময় পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে, একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত ইকরোল গ্রামে বসবাস করছেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, আটক মহিলার নাম আরজিনা খাতুন,বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পিরগঞ্জ থানার রসুলপুর ডাকঘরের ব্যারাখাই গ্রামে।

পুলিশ সূত্রে খবর, প্রায় চার মাস ধরে আরজিনা খাতুন ইকরোল গ্রামের সুরজ শেখের বাড়িতে স্বামী-স্ত্রীর মতো বসবাস করছেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে আরজিনা ও সুরজের পরিচয় হয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তেই তাদের বাংলাদেশে বিয়ে হয় বলে জানা গেছে,
যদিও এপার আসার জন্য ওই মহিলার বৈধ কোনো কাগজ না থাকায় ঘটে বিপত্তি।

এরপর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় এলাকায়।

নবগ্রাম থানার পুলিশ বিদেশী নাগরিক হিসাবে বেআইনি ভাবে ভারতে প্রবেশের ধারায় মামলা রুজু করে আজ রবিবার দশোই আগস্ট লালবাগ মহকুমা জজ কোর্টে পাঠায়।

পুলিশ পুরো বিষয়টির উপর তদন্ত শুরু করেছে।

নবগ্রাম থেকে বলাই প্রামানিকের রিপোর্ট

16
2993 views