মানববন্ধন স্থাপনে জিয়াগঞ্জ -আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব।
09/08/2025শনিবার, জিয়াগঞ্জ থেকে.... প্রশান্ত সাহা রিপোর্টমাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে সামনে রেখে এক সাংস্কৃতিক দিবসের উদযাপন করা হয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে।এই দিন সকালবেলা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার মুখ্য কার্যালয় টাউন সেন্টারের মুখ্য পথের দুই পাশে পৌর কর্মী দের নিয়ে পথ চলতি সকল মানুষের সাথে সৌভ্রাতৃত্ববোধ জ্ঞাপনের মধ্য দিয়ে রাখি বন্ধন সাথে মুখ মিষ্টির আয়োজন করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। পথ চলতি সকল মানুষ আটকে পড়ছেন সেই ভ্রাতৃত্ব বন্ধনে সকলেই হাতে পড়ছেন রাখি সাথে মুখ মিষ্টির মধ্য দিয়ে করছেন দীর্ঘায়ু কামনা। অনেকেই এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী দিনে এমনই আরো ভালো কিছু উদ্যোগ আসুক মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন কে আরো জোরালো করতে।