logo

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বাঁকুড়া: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁকুড়া জেলা। জলমগ্ন গ্রামাঞ্চল, ভেঙে পড়ছে ঘরবাড়ি, চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। আশ্রয়হীন হয়ে বহু মানুষ এখন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

প্রশাসনের তরফে ত্রাণ এবং খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে। তবে সাধারণ মানুষের অভিযোগ, পর্যাপ্ত সহায়তা মেলেনি এখনও।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্ভোগ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

5
103 views