খড়গ্রামে বন্যা পরিস্থিতি, গৃহবন্দী গ্রামবাসীদের কাছে ত্রাণ পৌঁছে দিলেন বিডিও মিলনি দাস
খড়গ্রামে বন্যা পরিস্থিতি, গৃহবন্দী গ্রামবাসীদের কাছে ত্রাণ পৌঁছে দিলেন বিডিও মিলনি দাস
গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই জলমগ্ন হয়ে পরে মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের ঝিল্লি অঞ্চলের পাহাড়পুর গ্রাম সহ একাধিক গ্রাম, এরফলে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা মূলত বন্ধ হয়ে গিয়েছে, গৃহবন্দী অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা।
বন্যা পরিস্থিতির খবর পেয়ে ত্রাণ পৌঁছালেন খরগ্রাম ব্লকের আধিকারিক মিলনি দাস।
স্পিড বোর্ড করে QRT অর্থাৎ কুইক রেসপন্স টিমকে সঙ্গে নিয়ে পাহাড়পুর পৌঁছায় মিলনি দাস।
এরপর গ্রামবাসীদের সুবিধা ও অসুবিধার কথাও শুনেন তিনি।
গ্রামবাসীদের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিডিও, ব্রহ্মানি নদী বাঁধের তীরবর্তীতে থাকা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেন খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস।