logo

নবগ্রাম থানার কর্মরত হোম গার্ডের মৃত্যুতে শোকাছন্ন পুলিশ কর্মীরা

নবগ্রাম থানার কর্মরত হোম গার্ডের মৃত্যুতে শোকাছন্ন পুলিশ কর্মীরা।

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কর্মরত হোম গার্ড পুলিশ বিশ্বজিৎ কর্মকার কর্মরত অবস্থায় পরে গিয়ে মাথায় আঘাত লাগায় মৃত্যু হয়, এতে শোকাহত হয়ে পরে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় হজবিবি ডাঙ্গা অঞ্চলে বৃহস্পতিবার রাত্রে অসামাজিক কার্য কলাপ চলছিলো বলে খবর আসে নবগ্রাম থানায়, সেইসময় প্রতিদিনের মতো এদিনেও রাস্তায় পুলিশি টহল চলছিলো , খবর যায় টহল দেওয়া গাড়িতে, সেইসময় এতে উপস্থিত ছিলো নবগ্রাম থানার কর্মরত হোম গার্ড পুলিশ বিশ্বজিৎ বাবু, এরপর সেই স্থানে পুলিশ উপস্থিত হয়, পুলিশ দেখে অসামাজিক কার্য কলাপ করছিলো এমন ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এতে তখন পুলিশের সন্দেহ হয়,পালিয়ে যাওয়া ব্যক্তিদেরকে ধরতে যায় বিশ্বজিৎ বাবু। সেইসময় তিনি পরে যান এবং মাথায় গুরুতর আঘাত পান, প্রচুর রক্ত খরণ ও হয়, এই দেখে সঙ্গে সঙ্গে নবগ্রাম থানার পুলিশ বিশ্বজিৎ বাবুকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়, কিন্তু এর কিছুক্ষনের মধ্যে শারীরিক অবোনতি ঘটতে থাকলে কলকাতার এক সরকারি হসপিটালে পাঠানো হয়। এরপর শুক্রবার তার মৃত্যু হয়।
শনিবার রাত্রে তার ময়না তদন্ত হয়ে আসা মৃতদেহ নবগ্রাম থানায় এলে তার অকাল মৃত্যুতে নবগ্রাম থানা পুলিশের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
বিশ্বজিৎ কর্মকারকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ফুলের মালা এবং হাতে ফুল নিয়ে থানা প্রাঙ্গনে উপস্থিত হয় তার সহ কর্মীরা এবং উচ্চ পদস্থ আধিকারীকেরা , সেইসঙ্গে অগনীত মানুষ।

শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পরে সহকর্মীরা সেইসঙ্গে পরিবারের লোকজনেরা। এরপর মৃতদেহটি নবগ্রামে তার নিজো বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৃতদেহটি শেষকৃত করার উদ্দেশে রওনা হয়।

বাড়িতে দুটি মেয়ে আছে বলে জানা গেছে।

38
4367 views