আন্তর্জাতিক ক্যারাটে মঞ্চে খুদেদের প্রতিভাই আনন্দিত গোটা জিয়াগঞ্জ।
জিয়াগঞ্জ থেকে .....প্রশান্ত সাহা রিপোর্ট27/07/2025... রবিবার হয়ে গেল 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যা অনুষ্ঠিত হয় কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় 11 টি দেশ আর সেখানেই অংশগ্রহণ করে জিয়াগঞ্জের SSKA.. স্পার্টান শোতোকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের বেশ কিছু স্টুডেন, তারা তাদের প্রতিভার মধ্য দিয়েই জয়ের পতাকা উড়িয়ে জিয়াগঞ্জের ঝুলিতে আনে.. ১০টি গোল্ড , ৯টি সিলভার ,৭টি ব্রোঞ্জ পদক । আর তাতেই আনন্দিত প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষক ও তাদের অভিভাবকেরা। এই ক্যারাটে প্রশিক্ষণ স্কুলের প্রশিক্ষক শিবাজী চক্রবর্তী জানান আমার ছাত্ররা তাদের দক্ষতা ও সঠিক অনুশীলনের দাঁড়ায় তারা এত বড় মঞ্চে এই শীর্ষস্থান অর্জন করেছে তাতে আমি যেমন খুশি, খুশি তাদের অভিভাবকরাও । সব থেকে বড় পাওয়া যেখানে ১১ টি দেশ অংশগ্রহণ করেছে তাদের প্রতিভা প্রদর্শনে তেমনি আমাদের দেশ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে আমার প্রশিক্ষণ শিবির এবং সেখানেই তাদের প্রতিভার মধ্য দিয়ে অর্জন করেছে এত বড় স্থান। তাই ভারত সহ মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জের আজ গর্বের একটি দিন। তিনি এও জানান ক্যারাটে শুধু আত্মরক্ষ্যার বিষয় নয়, মানুষকে তৈরি করে মানসিক ও চারিত্রিক ভাবে। তাই সকলেই আসুন প্রশিক্ষণের জন্য ,তাতে নেই কোন বয়সের বাধা। জিয়াগঞ্জের বেশ কিছু স্থানে রয়েছে এস এস কে এর করাটে প্রশিক্ষণ শিবির,যার সারা বছরই চলছে নিয়োগ ।