logo

মহাকালেশ্বরের মহাকালের রূপে আজ চন্দনবাটির চন্দনেশ্বর.

28/07/2025, সোমবার
জিয়াগঞ্জ থেকে .....প্রশান্ত সাহার রিপোর্ট

মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরের মহাকালেশ্বর মন্দিরের আদলে মহাদেবের সাজ শয্যায় আজ এশিয়ার তৃতীয় বৃহত্তম সিবলিঙ্গ সাগরদিঘীর চন্দন বাটি চন্দনেশ্বর মন্দির। মহাকালেশ্বর এর মহাদেবের আদলেই রূপ দেওয়া হল আজ চন্দনবাটির চন্দনেশ্বরের। জিয়াগঞ্জের এক মৃত শিল্পী বিকাশ বাহাদুর মহাদেবের অসীম কৃপায় আজ এই রূপদানে সার্থক হয়েছেন বলে জানান। তিনি এও জানান এই রূপদানে জিয়াগঞ্জের বন্ধুগন সেবা দলের সহযোগিতাও ছিল অপরিসীম। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল অর্পণের জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন, কিন্তু বিশেষ আকর্ষণ ও আবেগে পূর্ণ আজকের এই মহাকালেশ্বর রূপে চন্দনেশ্বর কে দেখতে পাওয়ার আনন্দে বেলা গড়িয়েও ভিড় যেন উপচে উঠেছে। মহাকালেশ্বর রুপদানের সময় থেকে আরতী দেখার মুহূর্ত পর্যন্ত মানুষের মধ্যে ভক্তি উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো চন্দন বাটি মন্দির প্রাঙ্গণ। অপরদিকে সকাল থেকেই চলছে ভক্তদের মধ্যে বসে প্রসাদ খাওয়ানোর অনুষ্ঠান। বিভিন্ন স্বেচ্ছাসেবক সেবা দলের মধ্য দিয়ে পুজোপাট, মন্দিরের সাজসজ্জা থেকে মন্দির প্রাঙ্গণে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করার নিয়ম নিষ্ঠা ও আগ্রহ ছিল চোখে পড়ার মতন।

1
0 views