হাওড়া শহরের রাস্তায় নারী সুরক্ষায় উইনার্স স্কোয়াড।
একটি জরুরী পরিষেবা।হাওড়া শহরের রাস্তায় নারী সুরক্ষায় উইনার্স স্কোয়াড।ইভটিজিং এবং শ্লীলতাহানির মতো ঘটনা রুখতে প্রস্তুত ‘হাওড়া উইনার্স বাহিনী’। স্কুল, কলেজ, শপিং মল সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্কুটি নিয়ে উপস্থিত থাকছে এই মহিলা উইনার্স টিম। ইতিমধ্যেই তারা দুষ্কৃতকারীদের ঘায়েল করার জন্য মার্শাল আর্টে প্রশিক্ষিত। পরিসংখ্যান বলছে মহিলা পুলিশের বিশেষ উইনার্স বাহিনীর জেরে প্রকাশ্যে রাস্তায় ইভটিজিংয়ের ঘটনা এখন অনেকটাই কম।যেকোনো অসুবিধায় পড়লে বা এই টীম "উইনার্স" এর সাহায্যের প্রয়োজন বোধ করলে ডায়াল করুন০৩৩ ২৬৪১ ৫৬১৪ অথবা ১০০ নম্বরে।হাওড়া সিটি পুলিসের 'উইনার্স_টিম' আপনার পাশে থাকবে সাধ্যমতো।#হাওড়া সিটি পুসিটি