" রূপান্তরের আত্ম কথা "
কলমে: আসফাক আলি খান ( লালটু )
তুমি বানিয়েছো, আমি বুনেছি—
কখনো পুতুল, কখনো উপহাস, কখনো তামাশা।
তোমার সঙ্গে যত করেছি সম্পর্ক গভীর,
বুঝিনি, আঘাতগুলো হবে আরও গভীর।
আমাকে তুমি জলের মতো নরম ভেবেছো,
আর তাই আঘাত করেছো বারবার, নির্দ্বিধায়।
কিন্তু জানো?
যেদিন এই জল জমে বরফ হবে,
সেদিন ছুঁয়ে দেখবে—কতটা কঠিন আমি।
বলেছিলাম, থাকতে পারব না তোমায় ছেড়ে...
আজ বলি—তোমারই দেওয়া কষ্টে,
থাকতে চাই—তোমায় ছেড়ে।
তোমার তো সব সময় জেতার সখ?
আমি হারবো ঠিকই—
কিন্তু এমন এক সময়ে,
যখন তুমি জিতে গিয়েও আফসোস করবে।
সময় আমাকে বদলায়নি ,
সে আমার চোখ খুলে দিয়েছে ,
আর আমি সেই খোলা চোখে দেখতে পাই বদল, এর বদলা কে।
আমি এতটাই বদলে যাবো,
যে তোমার চোখে আর আগের আমি থাকবো না,চিনতে পারবেন।
আর তুমি...
তুমি কাঁদবে কেবল এক ঝলক সেই পুরোনো আমিকে দেখার জন্য।