logo

Kalyani Police Station (Gayeshpur Police Outpost) Nadia District Kalyani News Published Pranesh Tewari

নদীয়ার কল্যাণী গয়েশপুর থেকে প্রাণেশ তেওয়ারি!

গয়েশপুর পুলিশ ফাঁড়ির মানবিক ছবি দেখা গেল! পুলিশ সূত্রের খবর গতকাল আনুমানিক সকাল ১১:৫০ মিনিটে রাজীব বিশ্বাস নামে এক ব্যক্তি বাড়ি তার জয়দেববাটিতে তিনি কল্যাণী থানা গয়েশপুর পুলিশ ফাঁড়ি কাছে একটি মিসিং ডায়েরি করেন উনার বাবা মিসিং হয়ে গেছে বলে বয়স ৮০ বছর নাম তার রামচন্দ্র বিশ্বাস!মানসিক ভারসাম্যহীন ছিলেন!গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাকে খুঁজতে দুটো টিম বের করে। এবং তাকে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা! উদ্ধার করি একটি রাস্তার পরিত্যক্ত জায়গা থেকে আজ সেই বৃদ্ধ মানুষটিকে গয়েশপুর ফাঁড়ির পুলিশ তার ছেলের হাতে সুরক্ষিতভাবে হস্তান্তর করে! হারিয়ে যাওয়া বাবাকে এত তাড়াতাড়ি গয়েশপুর ফাঁড়ি পুলিশের তৎপরতায় সহযোগিতা পেয়ে রাজিব বিশ্বাস অত্যন্ত খুশি গয়েশপুর পুলিশ ফাঁড়ি পুলিশের প্রতি!

218
24122 views