এবার ডিস্ট্রিক্ট ইয়োগা চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল জিয়াগঞ্জে।
রবিবার 13/07/2025
রিপোর্ট... প্রশান্ত কুমার সাহা, জিয়াগঞ্জ
গ্লোবাল অ্যাথলেটিক ইয়োগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে ডিস্ট্রিক্ট ইয়োগা স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল আজ জিয়াগঞ্জের একটি
বেসরকারি কলেজ ক্যাম্পাসে।
মুর্শিদাবাদ ,মালদা ,বালুরঘাট সহ বিভিন্ন জেলার অ্যাথালেটিক দের নিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হয় এই চ্যাম্পিয়নশিপ ইয়োগা প্রতিযোগিতা। যাতে অংশ নেই ৪ বছর বয়স থেকে ৬০ বছর উর্ধ্ব পুরুষ ও মহিলা উভয়েই। এই চ্যাম্পিয়নশিপ এর মাধ্যমে জেলা স্তর থেকে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজ্য স্তরের অ্যাথলেটিকদের মনোনীত করা হবে। এই মনোনীত অ্যাথলেটিকদের সাথে আরো ২৫ টি রাজ্যের অ্যাথলেটিকদের যুক্ত করে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক ইয়োগা অনুষ্ঠিত করা হবে জানান আয়োজকদের কর্ণধার। তিনি এও জানান অর্থের অভাবে কোন ক্রীড়াবিদ যেন পিছিয়ে না পড়ে ,তাদেরকে দশ ও দেশের সামনে আনাই হল আমাদের মূল লক্ষ্য ।