logo

আন্তর্জাতিক মঞ্চে জিয়াগঞ্জের কীর্তি — ১০ দেশের মধ্যে প্রথম কিরণ শর্মা, ঘরে এল সোনার পদক" ।



রবিবার 13/07/2025
রিপোর্ট ... প্রশান্ত কুমার সাহা (জিয়াগঞ্জ)

আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আমাইপাড়ার কিরণ শর্মা। জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংহী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে, বাবা পেশায় একজন কাঠ মিস্ত্রি' । তিনি জানান ছেলে ছোট থেকেই আঁকা-ওকির প্রতি একটু ঝোঁক বেশি সর্বদাই রং তুলি নিয়েই খেলায় মত্ত থাকে সে । আজ আমরা তার এই প্রতিভার জোরে এত বড় একটি মঞ্চে পৌঁছুবার সুযোগ পেয়েছি।
রঙ্গত উৎসব 24-225' নামক আন্তর্জাতিক অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের দিকে প্রথমে ন্যাশনাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা তার মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়ার পর ১০টি দেশের দুই - লক্ষ প্রতিযোগীদের পিছনে ফেলে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে প্রথম স্থান অধিকার করে জিয়াগঞ্জের নবম শ্রেণীর ছাত্র । এই প্রতিযোগিতা অনলাইন মারফত নানা নিয়মকানুন এর মধ্য দিয়েই রঙ্গত উৎসব নামক একটি আর্ট সংস্থার দ্বারা 'আয়োজিত হয় ,সেখানেই অংশগ্রহণ করে বিশ্বের দশটি দেশ যার মধ্য দিয়ে প্রায় দুই লক্ষ প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর সেখানেই বিশিষ্ট নির্বাচকদের নির্বাচনের মধ্য দিয়ে প্রথম স্থান দখল করে জিয়াগঞ্জের কিরণ শর্মা।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারত ছাড়াও বিভিন্ন দেশের একাধিক উদীয়মান শিল্পী। সেখানেই কিরণের আঁকা এলবার্ট আইনস্টাইনের একটি চিত্র নির্বাচকদের মন জয় করে সেরার শিরোপা এনে দেয় তাকে। স্বর্ণপদক ও আন্তর্জাতিক সনদপত্র নিয়ে সুদূর মুম্বাই বিশিষ্ট নির্বাচকদের দল এসে স্বর্ণপদক জয়ী কিরণ শর্মার হাতে তার প্রাপ্য পদক ,সড়কপত্র তুলে দেন সম্মানের সহিত।
এই কৃতিত্বে উচ্ছ্বসিত কিরণের চিত্রআর্ট শিক্ষক, পরিবার, সহপাঠী, ও পাড়া-প্রতিবেশী। জিয়াগঞ্জের মতো এক ছোট শহর থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা কিরণের এই অর্জন আগামী দিনের শিল্পীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
তারই আনন্দে জিয়াগঞ্জে একটি ছোট্ট উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাফল্যকে ঘিরে খুশির আমেজ ছড়িয়ে পড়ে গোটা জিয়াগঞ্জ শহরবাসীর মধ্যে। এলাকার মানুষজন কিরণের হাতে ফুল ও মিষ্টি মুখের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানান।
কিরণ জানিয়েছে “এই সাফল্য আমার সকল গুরুজন এবং শিক্ষকদের জন্য। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই — ভারতের প্রতিনিধিত্ব করতে চাই বিশ্বমঞ্চে।”
এ যেন আবারো প্রমাণ করে দিল, প্রতিভা থাকলে মফস্বলের দেওয়াল টপকানো কোনও কঠিন কাজ নয়। প্রতিভার আলো সকল অন্ধকার কে পেছনে ফেলে একদিন উদীয়মান হবেই ।

45
5191 views