logo

জনসমুদ্রের মধ্য দিয়ে পালিত হলো জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা।

21 শে জুলাইকে সামনে রেখে শহীদদের স্মরণে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলা চলো এই লক্ষ্যে জিয়াগঞ্জ - আজিমগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই চলছে তার প্রস্তুতি সভা।
আজ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা উপ পৌরপিতা মলয় রায় ও ওয়ার্ড সভাপতি আশীষ চক্রবর্তীর নেতৃত্বে জিয়াগঞ্জ- আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি পরিচালিত পারিজাত গেস্ট হাউসের হল রুমে আনুষ্ঠানিক ভাবেই শহীদ স্মরণের মধ্য দিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সাংসদ জনাব আবু তাহের খান, জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর তৃণমূল সভাপতি অরুন সাহা, পৌর পিতা প্রসেনজিৎ ঘোষ, জিয়াগঞ্জ -আজিমগঞ্জ উপ পৌর পিতা তথা ওয়ার্ড কাউন্সিলর মলয় রায়, ওয়ার্ড সভাপতি আশীষ চক্রবর্তী, বিশিষ্ট সমাজ সেবীক দেবাশীষ সরকার, বেশ কিছু কাউন্সিলর কাউন্সিলর সহ সবাই উপস্থিত বিশেষ বক্তারা এবং ওয়ার্ডের সকল কর্মীসহ বিপুল পরিমাণে ওয়ার্ড বাসিন্দা দের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
একুশে জুলাই এর প্রস্তুতি সভাকে কেন্দ্র করেই 2026 এর নির্বাচনের উদ্দেশ্যে শপথ বাক্যের মধ্যে দিয়ে বক্তব্য রাখলেন সভায় উপস্থিত সকল বিশিষ্ট বক্তারা।
এবং এই সভার মধ্য দিয়েই ২০২৬ এর নির্বাচনীতে চতুর্থবারের মতো রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নির্বাচিত করার লক্ষ্যে।

জিয়াগঞ্জ থেকে..... প্রশান্ত সাহা রিপোর্ট

24
1470 views