একটা মোবাইলের জন্য ৪ টা তরতাজা প্রাণ একসাথে চলে গেল।
এই মোবাইলের জন্য চার চারটি প্রাণ হারিয়ে গেল।
বৃহস্পতিবার সকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোন টি একটা পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। তিন বন্ধুকে সাথে নিয়ে গর্ত থেকে মোবাইল টি তুলতে যান রানা নায়েক (১৭)।গর্তের নিচে নামার পর সে অচেতন হয়ে যায়, আর উপরে উঠতে পারেননি।
বন্ধু শ্রাবন নায়েক (১৯) ভেবেছিলো সে মজা করছে বা অসুস্থ হয়ে গেছে। তাই উদ্ধার করতে গিয়ে সে ও নিচে নামে, সে নিচে নামার পর তারও একি পরিনতি ঘটে, এরকম একেক করে কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নিচে নামে আর ফিরে আসেনি কেউ, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মুহূর্তে ৪ জন যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে শোকের মাতম।ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে।
(কপি পোস্ট)
Aima
Dr.utpal roy
Islampur