
মহরম উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মাতমে মুখর জিয়াগঞ্জ।
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ,
রবিবার, ০৬/০৭/২০২৫
রিপোর্ট :- প্রশান্ত সাহা
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এলাকায় মহরম উপলক্ষে পালিত হল ধর্মীয় আবেগে ভরপুর এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এনাতুলিবাগ মুসলিম সমাজ কমিটির উদ্যোগে এবং জিয়াগঞ্জ-আজিমগঞ্জ মহরম্ম ও চালিশ কমিটির সহযোগিতায় মেহেদীবাগ কারবালা সংলগ্ন ঘুঙরু শাহ পীরবাবা মাজারের সামনে অনুষ্ঠিত হল লাঠি খেলা ও মাতমের বিশেষ অনুষ্ঠান।
প্রতি বছর এই সময়ে এলাকাবাসীর ধর্মীয় অনুভূতি এবং ঐতিহ্যকে সম্মান জানিয়েই আয়োজিত হয় মহরমের নানা আচার-অনুষ্ঠান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই এলাকার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও ধর্মভক্তির অনন্য চিত্র।
তাজিয়া মিছিলের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর শুরু হয় লাঠি খেলা, যেখানে অংশ নেন স্থানীয় যুবকরা। ছন্দে ছন্দে কাঠের লাঠি হাতে আত্মরক্ষামূলক কৌশলের প্রদর্শনে মুগ্ধ হন দর্শনার্থীরা। এরপর মাতমের মাধ্যমে স্মরণ করা হয় করবালার প্রান্তরে ইমাম হুসেন ও তাঁর অনুগামীদের আত্মত্যাগ। সাদাকালো পোশাকে, বুক চাপড়ে, এক তপ্ত আবেগে মাতমে অংশ নেন বহু মানুষ।
উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও। তাঁরা বলেন, “এই মহরম শুধু শোকের নয়, আত্মত্যাগ, সহানুভূতি ও সত্যের পথে অটল থাকার শিক্ষা দেয়। আমাদের নতুন প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।
আয়োজকদের পক্ষ থেকেও ছিল কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার নজর। ময়দানের চারপাশে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্থানীয় প্রশাসনও এই আয়োজনে সহযোগিতা করে।
এই মহরম অনুষ্ঠান শুধু ধর্মীয় আচার নয়—এ যেন এক সামাজিক সংহতি ও ঐতিহ্য সংরক্ষণের অনবদ্য নিদর্শন।