logo

লিলুয়ার দাসপাড়া এলাকা পরিদর্শনে হাওড়া সদর ও বালি যুব তৃণমূল কগ্রেসের দুই তরুণ তুর্কি সভাপতি।

জেলা রিপোর্টার- সুরজিৎ কোলে
হাওড়া।

৪ঠা জুলাই ২০২৫ বালি পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের অন্তর্গত লিলুয়া দাস পাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন জলমগ্ন এলাকা ও রাস্তা পায়ে হেঁটে পরিক্রমা করেন হাওড়া যুব তৃণমূল কগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র ও বালি যুব তৃণমূল কগ্রেসের সভাপতি সুরজিৎ চক্রবর্তীর সহ তাঁদের গোটা টিম। তাঁরা প্রতিদিন সকালে হেঁটে বিভিন্ন ওয়ার্ড এইভাবেই পরিক্রমা করেন। এদিন এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন তাঁরা। এলাকাবাসীর নিকট দাসপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন জলমগ্ন, ভঙ্গুর রাস্তাটি পুননির্মানের আশ্বাস দেন হাওড়া যুব তৃণমূল কগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। তাদের নির্দেশে বর্ষাকাল যেহেতু, তাই প্রতিনিয়ত কর্দমাক্ত নর্দমাগুলি নিয়মিত পরিষ্কারের কাজে পুরসভার বহু কর্মী প্রতিদিন অবিরত কাজ করে চলেছে। এই কাজে প্রতিদিন সকালে বিশেষভাবে তদারকি করেন দুই সভাপতি মহোদয়গণ। এলাকাবাসীর সুবিধা, অসুবিধায় প্রতিনিয়তই পাশে থাকেন যুব তৃণমূল কংগ্রেসের দুই তরুণ তুর্কি ও তাঁদের গোটা টিম।

এলাকাবাসীদের প্রতিনিধি হয়ে তাদের জন্য অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেছেন হাওড়া সদর যুব তৃণমূল কগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র ও বালি যুব তৃণমূল কগ্রেসের সভাপতি সুরজিৎ চক্রবর্তী। সারাবছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে সর্বদাই তাঁরা উপস্থিত থাকেন ,সেটা রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ,বস্ত্র বিতরণ সর্বত্রই।

অনেক এলাকাবাসী জানান যে নিয়মিত ড্রেনগুলি থেকে কাদা, ময়লা বা আন্ডার গ্রাউন্ড ড্রেনগুলি পুরসভার কর্মীদের দ্বারা সাফাই করার ফলে বৃষ্টিতে রাস্তায় জল জমলেও তা অল্পক্ষণের মধ্যে জল নেমে যাচ্ছে। তারা এতে খুব খুশি। এছাড়াও বালি পুরসভার হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা সাপ্তাহিক, পাক্ষিক এলাকার প্রতিটি বাড়ি পরিদর্শন করেন ও প্রত্যেকের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেন।

44
106 views