logo

Siliguri Road Accedent

ভয়ঙ্কর হিট অ্যান্ড রান

শিলিগুড়ি বিশ্বদীপ সিনেমা হল, ভোর ৪টের সময়

একটি দ্রুতগতির গাড়ি টোটোতে ধাক্কা মারে। টোটোতে ছিলেন এক মহিলা, একটি শিশু ও চালক।ধাক্কায় মহিলার পা ভেঙে যায়, শিশুর শরীর থেকে রক্ত ঝরে পড়ে, আর টোটো চালক মারাত্মকভাবে আহত হন।
গাড়িটি পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ির সামনের ভাঙা অংশ ও নম্বর প্লেট উদ্ধার করে।টোটোটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে, ব্যাটারি ফেটে বিস্ফোরণ হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত করছে।

Aima
PRESS
Dr UTPAL ROY
ISLAMPUR

5
703 views