logo

News update

বিএসএফ সূত্রে জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে মোষ পাচার করার সময় বিএসএফ জওয়ানরা দেখতে পেয়ে বা/ধা দেয়। এসময়ে বিএসএফের উপর হা/*মলা চালায় পা/চারকারীরা। সেই পরিস্থিতিতে পাল্টা গু/*লি চালায় বিএসএফ। ওই পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে পাচারকারী গু/*লি লেগে মৃ*/ত্যু হয় বলে জানা গিয়েছে। সেই সময় বিএসএফের জওয়ানরা কাছে যেতে বাকি পা/চারকারীরা পালিয়ে যায়।বিএসএফ সুত্রে জানা গিয়েছে মৃ/তের নাম ইব্রাহিম শেখ। তার বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর। দেহ/টি বিএসএফের তরফ থেকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি বৃহস্পতিবার ভোর রাত্রে হবিবপুর থানার 88 ব্যাটেলিয়ানের জাজোইল গ্রামপঞ্চায়েতের আগ্রা বিএসএফ ক্যাম্পের ভারত-বাংলাদেশ সীমান্তে।

13
848 views