logo

রেলযাত্রীদের মর্যাদার লড়াইয়ে ‘টয়লেট সত্যাগ্রহ’, শৌচাগারহীন ট্রেন চলাচলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো মুর্শিদাবাদ জেলা রেলযাত্রী ও নাগরিক মঞ্চ।

জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট মঙ্গলবার,১/০৭/২০২৫

রেলযাত্রীদের মৌলিক অধিকার রক্ষায় অভিনব পথে প্রতিবাদ জানাল মুর্শিদাবাদ জেলা রেলযাত্রী ও নাগরিক মঞ্চ । দীর্ঘপথে যাত্রীবাহী ট্রেনে শৌচাগারের অভাবকে কেন্দ্র করে সোমবার জেলাজুড়ে চালু হল এক অভিনব শান্তিপূর্ণ আন্দোলন—“টয়লেট সত্যাগ্রহ”।
মঙ্গলবার রেলওয়ে মঞ্চের নেতৃত্বে জেলার বিভিন্ন স্টেশন ভিত্তিক রেলযাত্রী কমিটি, নাগরিক সমাজ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা লালগোলা স্টেশন থেকে ক্রমান্বয়ে বহরমপুর স্টেশন পর্যন্ত প্রতিটি রেলওয়ে প্যাসেঞ্জার কাদ থেকে তাদের যাত্রাপথের দুর্দশার কথা ব্যক্ত করেন এবং তাদের মূল অভিযোগ সিয়ালদহ-লালগোলা ও রানাঘাট-লালগোলা শাখায় দীর্ঘ যাত্রাপথে চলা ইএমইউ ও এমইএমইউ ট্রেনগুলিতে কোনো শৌচাগারের ব্যবস্থা নেই, অথচ সেই ট্রেনগুলোর যাত্রাপথ ৩-৫.৫ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ। এর ফলে শিশু, বৃদ্ধ ও নারীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আর তারই উদ্দেশ্যে এই টয়লেট সত্যাগ্রহ যার মূল মুখ্য তিনটি কর্মসূচি হলো ...ডায়াপার কর্মসূচি: ট্রেনের চালক ও গার্ডদের হাতে প্রতীকী ডায়াপার তুলে দেওয়া হবে—এই বার্তায় যে, যাত্রীরা যদি শৌচাগার ছাড়াই চলতে বাধ্য হন, তবে রেল কর্মীরাও যেন এই যন্ত্রণা অনুভব করেন। যাত্রীদের মধ্যে ডায়াপার বিতরণ: জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টেশনে যাত্রীদের মাঝে প্রতীকীভাবে ডায়াপার বিতরণ করা হবে। রেলকর্তাদের টয়লেট প্রতীকীভাবে তালাবদ্ধ: রেল স্টেশনের অফিসে কর্তাদের ব্যবহৃত টয়লেট সাময়িকভাবে তালা দিয়ে বোঝানো হবে যাত্রীদের বঞ্চনার বাস্তবতা বোঝানোর উদ্দেশ্যে।

মুখ্য দাবিগুলির মধ্যে রয়েছে, দীর্ঘ রুটে চলা সব ইএমইউ ও এমইএমইউ ট্রেনে অবিলম্বে শৌচাগার সংযুক্ত রেক চালু করতে হবে এবং কৃষ্ণনগর স্টেশনে পরিকল্পিত ‘হল্ট’ তৈরি করে যাত্রীদের টয়লেট ব্যবহারে বাধা দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে ও পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জবাবদিহির আওতায় আনা হোক।
রেলযাত্রী মঞ্চের পক্ষে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং সাধারণ মানুষের সম্মান ও স্বাস্থ্য সুরক্ষার দাবিতে একটি ন্যায়সঙ্গত ও মানবিক সচেতনতা অভিযান। আন্দোলনকারীদের মতে, যেখানে “স্বচ্ছ ভারত” প্রকল্পের আওতায় দেশজুড়ে শৌচাগার নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে ট্রেনে ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রীদের শৌচাগারবিহীন যাত্রা এক লজ্জাজনক পরিস্থিতি তৈরি করছে। এটি শুধু একটি পরিষেবা নয়, একান্ত মানবিক অধিকার। মুর্শিদাবাদ জেলা রেলযাত্রী মঞ্চ এই সত্যাগ্রহের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে, দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর জনআন্দোলনের পথে হাঁটবে তারা।

53
2552 views